সাক্ষী

Ancient city of Telkupi

সময় অতিক্রান্ত হতে থাকে। বঙ্গে তখন মহারাজ রামপালের রাজত্ব। তৈলকম্পির শাসনভার অবশ্য ছিল রুদ্রশিখরের হাতে। তৈলকম্পি পাল রাজত্বের অন্তর্গত ছিল ঠিকই, কিন্তু রুদ্রশিখর স্বাধীনভাবেই শাসনকার্য পরিচালনা করতেন। … ইতিহাসভিত্তিক ছোটগল্প অদিতি ভট্টাচার্যের কলমে।