লিডসের মাতৃ-আরাধনা

বাংলা থেকে কয়েকশো মাইল দূরে, সাত সমুদ্র পারে, ইংল্যান্ডের লিডসে মহাসমারোহে দুর্গা মায়ের আরাধনা করে থাকেন লিডস দুর্গাপুজো অ্যাসোসিয়েশন। কিন্তু এবার অতিমারীর কবলে বিধ্বস্ত সারা বিশ্ব। কেমন পুজো করছে লিডস?
অভ্র পেশাগত ভাবে আইটি-র সঙ্গে যুক্ত। ইয়র্কশায়ার কাউন্টির লিডস শহরে রয়েছেন বছর দশেক। লিডস দুর্গাপুজো অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। এছাড়া গানের প্রতি ওঁর অফুরন্ত টান ও ভালোবাসা। সংগীত শিক্ষার হাতেখড়ি মায়ের কাছে। এখন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে হিন্দুস্থানি ক্লাসিকালের তালিম নিচ্ছেন। লিড্সে বহু অনুষ্ঠান করেছেন।
বাংলা থেকে কয়েকশো মাইল দূরে, সাত সমুদ্র পারে, ইংল্যান্ডের লিডসে মহাসমারোহে দুর্গা মায়ের আরাধনা করে থাকেন লিডস দুর্গাপুজো অ্যাসোসিয়েশন। কিন্তু এবার অতিমারীর কবলে বিধ্বস্ত সারা বিশ্ব। কেমন পুজো করছে লিডস?