চলেছো কোন্ দিকশূন্যপুরে, উদাসীন?
দিনের আলো ক্রমে হয়ে আসছে ক্ষীণ।
কোনও ভার রাখবে না ভেবে লাঠির
আগা থেকে নামিয়ে রেখেছো পুঁটুলি।

শুকনো নদী, যতদূর চোখ যায়, ধু-ধু বালি
দুপুর-রোদ্দুর শুষে নিচ্ছে চরাচর।
পায়ের নীচে গুটিয়ে যাচ্ছে ছায়া।

মায়া! কীসের মায়া? কীসের প্রতি টান?
একসময় মনে হয় সব জঞ্জাল;
দু’হাতে যা জড়ো করেছি এতদিন
এবার সব ফেলে যাবার পালা।

পায়ে পায়ে নেই কোনও বাঁধন, নেই
গার্হস্থ্য-জীবনে জোয়ার ভাটার টান।
চলেছ কোন্ দিকশূন্যপুরে, উদাসীন!

ছবি সৌজন্য: Pexels

অজিত বাইরীর জন্ম হুগলি জেলার কনকপুর গ্রামে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগে আধিকারিকের পদে যোগদান ১৯৭১ সালে, অবসর গ্রহণ করেন 2008 সালে। অজিত বাইরীর কাব্য়গ্রন্থের সংখ্য়া ২৩। এর মধ্য়ে রয়েছে 'অবেলায় রোদ্দুরে তোমার মুখ', 'প্রিজন ভ্য়ান এবং কালপুরূষ', 'শব্দের টেরাকোটা', 'আগুনের চাদর', 'বিষণ্ণ অর্কিড'। তিনি একটি উপন্যাস ও একটি গল্পগ্রন্থও প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *