৬ অগস্ট ১৯৪৫

সে বছর চেরি গাছ অন্য ক’বছরের চেয়ে
একটু বেশিই ফুল্লকুসুমিত, পাতা দেখা যাচ্ছে না।
হিরোসিমা শহরের বাইরে, ফ্লাওয়ার শপ
ফ্লোরার পিছনে এক বোবা মেয়ে
আশ্চর্য আঙুল দিয়ে বুনে চলেছে ইকেবানা
একের পর এক…..

কখনও সে তৈরি করে অতিকায় মাশরুমের মতো
একটা ছাতা, ছাইরঙা চেরি ফুল দিয়ে
কখনও বা এক ট্রে পোড়া সবুজের মধ্যে আঁকে
ছিন্নভিন্ন হাত পা ও থ্যাঁতলানো মাথা
টুকটুকে সাকুরার পাপড়িতে পাপড়িতে।

তেজষ্ক্রিয়তার বলি বিষণ্ণ মেয়েটা
এভাবেই প্রতিদিন রুটিরুজি খোঁজে
ফ্লোরার পিছনে বসে, আঙুলে আঙুলে এক
রীতিহীন বসন্ত সাজিয়ে।

 

*ছবি সৌজন্য: ARKNews

মীরা মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬১ সালে কলকাতায়। শৈশবে প্রচণ্ড দারিদ্রের সঙ্গে দাঁতে নখে লড়াই করতে হয়েছে। অভাবের জন্য লেখাপড়া হয়নি বেশি দূর। শিক্ষকতার ইচ্ছেপূরণ হয়নি। ডাকবিভাগে চাকরি করেছেন। কবিতা লেখার শুরু যৌবনেই। তবে মাঝে বহু বছর লেখা বন্ধ ছিল পারিবারিক কারনে। অবসরের পর নতুন করে শুরু। প্রকাশিত হয়েছে দুটি কাব্যগ্রন্থ-- 'ছন্ন সেরেনাদ কিংবা' এবং 'অরোরা বোরিয়ালিস'।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *