বন্যা বা ঘূর্ণিঝড়ের পর পানীয় জলের অভাব তীব্র হয়। কেন না মিষ্টি জলের পুকুরগুলো লবণাক্ত হয়ে যায়।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারী দপ্তর প্লাস্টিকের বোতল বা প্যাকেটে করে জল দেন। জল খাওয়ার পর সেই বোতল বা প্যাকেটের স্থান হয় পুকুরে-নদীতে। পরিবেশ দূষিত হয়। অথচ কম খরচের বিকল্প রয়েছে।

২০০৯ এ আয়লার পর ইউনিসেফ এবং নাইসেডের নির্দেশিকা অনুযায়ী।

জলে ক্লোরিন দেওয়ার আগে জলে ভাসমান কঠিন পদার্থগুলোর ক্ণা আলাদা করতে হবে। তার জন্য সাত ভাঁজ সূতীর কাপড়ে জল ছেঁকে নিন।।

স্টক সলিউশন বানান এক লিটার (৪ গেলাস) জলে ৩৩ গ্রাম (৬ চায়ের চামচ) ব্লিচিং পাউডার মিশিয়ে। এমন বোতলে রাখুন যাতে আলো না ঢোকে অর্থাৎ রঙ্গিন বোতলে। ঠান্ডা জায়গায় রাখুন। ঠিক মত রাখলে এই স্টক সলিউশন ১ মাস কার্যকর থাকে।

পানীয় জলের জন্য এক লিটার জলে ৩ ফোটা স্টক সলিউশন মিশিয়ে আধ ঘন্টা স্থির রাখুন। তারপর জল খাওয়া যাবে।
ধাতুর পাত্রে ক্লোরিন দ্রবণ তৈরী বা রাখা যাবে না।

The Doctor’s Dialogue ওয়েব পত্রিকা থেকে পুনর্মূদ্রিত। 

ছবি সৌজন্য: Pxhere

চিকিৎসক এবং সমাজসেবক। শ্রমজীবী হাসপাতালের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। দীর্ঘদিন 'স্বাস্থ্যের বৃত্তে' পত্রিকার সঙ্গে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *