শাদা কাদামাটি ছদ্মনামে কবিতা লেখেন। জন্ম নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে। অনেকদিন ধরে চাকরিসূত্রে দিল্লিতে বসবাস। ছোটবেলা থেকেই শুধু কবিতার প্রতি আগ্রহ। কবিতা লেখার শুরু। “মন প্রতিভাস” নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। নিয়মিত লেখেন ছোট পত্রিকায় এবং পোর্টালে।