আদিবাসীদের অরণ্যের অধিকার সুরক্ষিত করতে গত শতাব্দীর সাতের দশকে উত্তরপ্রদেশে, হিমালয়ের পর্বতের পাদদেশীয় অঞ্চলে গড়ে উঠেছিল এক অভিনব আন্দোলন। এবং তার পুরোভাগে ছিলেন গ্রাম্য আদিবাসী মহিলারা। তাঁরা বিদেশি কোম্পানির হাতে অরণ্যনিধন বন্ধ করতে গাছের গুঁড়ি জড়িয়ে ধরে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করেছিলেন। ঢোল বাজিয়ে, গান গেয়ে, স্লোগান দিয়ে তাঁরা স্পষ্ট করে দিয়েছিলেন যে কিছুতেই অরণ্যের অধিকার, গাছ কাটার অধিকার বিদেশিদের দেবেন না। প্রাণ দিয়ে রক্ষা করবেন নিজেদের অরণ্য। চিপকো শব্দের অর্থ জড়িয়ে ধরা বা জাপটে থাকা। গাছের গুঁড়িকে জড়িয়ে ধরে এই আন্দোলনের সূচনা হওয়ায় নাম হয় চিপকো আন্দোলন। সুন্দরলাল বহুগুণা, পাণ্ডুরাম হেগড়ে প্রমুখ পরিবেশকর্মীরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।