আশির দশকে হাওড়ার বর্ধিষ্ণু যৌথ পরিবারের ঘোরাটোপ ছেড়ে বেরিয়ে বিজ্ঞান গবেষণা করতে মার্কিনদেশে চলে এসেছিলেন রাজাবাজার সায়েন্স কলেজের প্রাক্তনী স্বপ্না রায়। সঙ্গী স্বামী রাহুল রায়। রবীন্দ্রসঙ্গীতের একনিষ্ঠ ভক্ত স্বপ্না তিন দশক আগে আমেরিকার বস্টন শহরে তৈরি করেন রবীন্দ্রসঙ্গীত শেখার স্কুল স্বরলিপি। প্রবাসের বাঙালি ছেলেমেয়েদের বাঙালি শেকড় ভুলতে না-দেবার লক্ষ্যে কাজ করে যেতে থাকেন। মার্কিনি কর্মস্থলে শাড়ি পরে যাওয়ার প্রচলন থেকে শুরু করে হার্ভার্ড স্কোয়ারে রবীন্দ্র জয়ন্তীর প্রভাতফেরি আয়োজন করা – স্বপ্নার বৈপ্লবিক কাজকর্মের তালিকা গুণে শেষ করা যাবে না। আজ তাঁর ছাত্রছাত্রীর সংখ্যা ১২০০। তার মধ্যে ভারতীয়, অভারতীয় উভয়েই আছেন। নিজের তিন দশকের প্রবাসজীবনের কথা বললেন স্বপ্না রায়, বাংলালাইভের কাছে।