আঁতলামি, পাগলামি, চোট্টামি, নষ্টামি তো অনেক হল। এবার তাহলে একটু বাংলামি হয়ে যাক!
সে আপনি যেখানেই থাকুন, নবদ্বীপ বা নিউ জার্সি — বাংলামিতে মজতে গেলে বাংলালাইভকে পাশে চাই।

সাহিত্যের শাখায় শাখায়, শিল্পসংস্কৃতির ডালে ডালে, অর্থনীতির পাতায় পাতায় বাংলালাইভের অনায়াস হন্টন। কখনও খাওয়াদাওয়া, কখনও বেড়ানো, কখনও খুদে বন্ধুদের ছবি-লেখা, কখনও রম্যগদ্য, কখনও বিশিষ্টজনের একান্ত সাক্ষাৎকার, আবার কখনও বা স্বাস্থ্য কিংবা একঝলকের একটু দেখা, সবই পাবেন আমাদের এই অঙ্গনে। আছে নিত্যনতুন ভিডিও, পডকাস্ট, ছবির গ্যালারি। ফি হপ্তায় ইমেলে পাবেন নিউজ়লেটার, জানবেন নতুন কী পড়বেন/দেখবেন/শুনবেন এ হপ্তায়!

তাহলে আর দেরি কেন? সাবস্ক্রাইব করুন বিনামূল্যে আর চলে আসুন বাংলামির উঠোনে!

আমাদের কথা
0

মৌসুমী দত্ত রায়

বাংলালাইভের প্রাণভোমরা। পদে প্রধান সম্পাদক হলেও আদতে প্রিয় বন্ধু। সক্কলের সুমিদি। বাংলালাইভের ঝোলে ডালে অম্বলে তিনিই পাঁচফোড়নের ছ্যাঁক, আপদে বিপদে একমাত্র কড়া নাড়বার দরজা। নিউ ইয়র্কে বসেও সামলাচ্ছেন কলকাতার গলিঘুঁজি।

WhatsApp Image 2021-03-10 at 2.28.48 PM

পল্লবী বন্দ্যোপাধ্যায়

পষ্ট কথা বলেন, মিষ্টি হোক বা না-হোক। এক্কেবারে নো ননসেন্স৷ বাংলালাইভের অন্যতম সহযোগী সম্পাদক। চোস্ত ইংরেজিতে গদ্য লেখেন আর বাংলায় অবরে সবরে পদ্যচর্চা। লিটল ম্যাগাজিনের দুনিয়ায় যাতায়াত বিশেষ পছন্দ।
Saswati Sanyal

শাশ্বতী সান্যাল

শাক্ত নয়, তবু পদ্য লিখতে এসে ‘কোবি’ বনে যাওয়া বেমানান জীব। দু চারটে বই, একের দশক। বুনো স্বভাব, একটাই শখ-  ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ভালোবাসেন থেটার, ভ্রমণ, গান শোনা আর আড্ডা দেওয়া পসন্দমাফিক… অল্প হাসি, স্বল্প কথা, খুব সিরিয়াস এই মেয়েটাই ‘সাব এডিটর বাংলালাইভ’…

মৌলি রায়

মৌলির ইন্সটাগ্রাম বায়োতে লেখা আছে ‘জ‍্যাক অফ অল ট্রেডস’! তা বটে। লেখালেখি থেকে শ‍্যুটিং ফ্লোর, এ মেয়ে থাকলে উদ্ধার হয়ে যাবে সবই! সদ‍্য সদ‍্য গোটা দেশ থেকে নির্বাচিত সেরা ৭৫ যুব-লেখকদের মধ‍্যে একজন হয়েছে মৌলি। বাংলা নাটকের মঞ্চের খুব সিরিয়াস অভিনেতা। সুযোগ পেলে অডিও ভিস‍্যুয়ালে অভিনয় করতেও ছাড়ে না। বাংলা লাইভের যাবতীয় দায়িত্ব সামলে অভিনয়ের জন‍্য সময় বাঁচায় মৌলি।

শ্রেয়সী লাহিড়ী

যাযাবর মন, পায়ের তলায় সর্ষে। ইচ্ছে হলেই একা একাই ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়তে ভালোবাসেন এই মেয়ে। বেড়ানো নিয়ে নিজের অভিজ্ঞতার ঝাঁপি খুলে লিখতে ভালোবাসে, আর ভালবাসে ছবি তুলতে। দেশবিদেশের অচেনা-অজানা খাবার চেখে দেখতে সে উন্মুখ। দিলখোলা হাসিখুশি এই মানুষটাই এখন বাংলালাইভের ভ্রমণগাইড।

WhatsApp Image 2021-03-02 at 8.15.43 PM

তীর্থঙ্কর দেব

বয়সে প্রবীণ নন। অভিজ্ঞতায়। বাংলালাইভকে জন্মাতে দেখেছেন,  বড় করেছেন। সেলস, মার্কেটিং, ব্র্যান্ডিং, ইকমার্স অর্থাৎ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতে সদাপ্রস্তুত। বাংলালাইভের ঘটে অত্যাবশ্যক বেলপাতাটি হলেন তীর্থঙ্করদা৷

WhatsApp Image 2021-03-10 at 3.00.44 PM

প্রশান্ত আইচ

বয়সে প্রবীণ। মনে নবীন। সব কাজে উৎসাহী। বাংলালাইভের মানিব্যাগ তাঁরই হাতে৷ নিপুণভাবে সামলান অ্যাকাউন্টস। লেখক বা শিল্পী, সবার সব তথ্য নখদর্পনে। যুগের সঙ্গে তাল মিলিয়ে দিব্যি চালাচ্ছেন ল্যাপটপ, ওয়াইফাই, গুগল মিট!

For any inquiries please email