বাঙালি আর দুর্গাপূজা সমার্থক। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি দুর্গাপূজা ছাড়া বাঙালি কল্পনার বাইরে। তাই ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি বাঙালি যেখানেই যাক না কেন তার সংস্কৃতিকে সেখানে বজায় রাখবেই। তাই বাংলা থেকে কয়েক হাজার মাইল দূরে নাইজেরিয়ার মতো আফ্রিকার দেশে এসেও বাঙালি ভুলে যায় না তাদের সংস্কৃতির কথা,দুর্গাপূজার কথা। দুর্গাপূজা আর বাঙালি সংস্কৃতি মিলে মিশে একাকার। আর তো শুধু পুজো নয়, এ হল মিলনোৎসব। হ্যাঁ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ মিলনের উৎসবের নামই তো দুর্গাপুজো।

নেই এখানে ঢাকের আওয়াজ, শরতের মেঘ, কাশফুলের দোলা। নেই পাড়ায় পাড়ায় চাঁদা তোলার হুজুগ, নতুন জামা কাপড় কেনার উন্মাদনা, পাড়ায় মাঠে প্যাণ্ডেল বাঁধা বা মাইকের দৌরাত্ম্য। নেই আকাশে বাতাসে পুজোর গন্ধ বা দোকানে দোকানে পুজোর সেল। তবে মনে পুজো পুজো ভাব তো কেউ কেড়ে নিতে পারে না বাঙালির মন থেকে। নিজেদের সংস্কৃতি বজায় রাখার সেই প্রেরণাই উৎসাহ জাগায় নাইজেরিয়ার বাঙালিদের। পুজোর প্রস্তুতি নেয় রয়্যাল লেগোসিয়ান স্টাইলে।

দেখে নেওয়া যাক কী ভাবে চলছে সেই প্রস্তুতি। প্রতি বছরের মত এ বারেও লেগোস বঙ্গীয় পরিষদের উদ্যোগে লেগোসের হোটেল নিউ ক্যাসেলের অডিটোরিয়াম হলে উদযাপিত হবে দুর্গাপুজো। তিথি নক্ষত্র মেনে। ঠিক কত বছর ধরে চলছে লেগোসের এই পুজো? বঙ্গীয় পরিষদের সেক্রেটারি শ্রী চণ্ডী সেনাপতি জানান – গত প্রায় চল্লিশ বছর ধরে হয়ে আসছে এই পুজো। আর আগের বারের মতই এ বারের পুজোর পুরোহিতও লেগোস বঙ্গীয় পরিষদের প্রেসিডেন্ট শ্রী অনুপম ঘোষাল স্বয়ং।

এ বারের লেগোসের পুজোর থিম রাজস্থানী। পুজো মানেই তো শুধু ঢাক ঢোল কাঁসর বাজিয়ে পুজো নয়। পুজো হল মিলনস্থল। লেগোসের বাঙালি তাদের সংস্কৃতিকে উপভোগ করবে এই পুজোর মাধ্যমে। প্রায় ১২০টি বাঙালি পরিবার একত্রিত হবে এই পুজো উপলক্ষে। পুজোর প্রায় দুমাস আগে থেকেই শুরু হয়ে গেছে রিহার্সাল। থাকবে গান, নাচ, ফ্যাশন শো, ধুনুচি নাচ ও শঙ্খধ্বনির কম্পিটিশন, ছোটদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা আর পাঁচ দিন ব্যাপী খাওয়াদাওয়ার অনুষ্ঠান। পাড়ায় পাড়ায় চাঁদা তোলার পরিপূরক এখানে স্পন্সরশিপের টাকা জোগাড়। শুরু হয়ে গেছে সব কিছু। আর আছে ‘আমাদের কথা।’ যেখানে লেগোসের লেখক-লেখিকারা তাঁদের কবিতা, প্রবন্ধ, গল্প, ছোটগল্প, জীবনী ইত্যাদি দিয়ে ভরিয়ে তুলবেন স্যুভেনিরের পাতা। থাকবে বঙ্গীয় পরিষদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামের ছবি, পুজোর ছবি, মিলনের ছবি। লেগোসের মাটিতে বাঙালির সংস্কৃতির আর এক নাম ‘আমাদের কথা’। এই সব কিছু নিয়েই সেজে উঠছে এ বারের লেগোসের দুর্গাপূজা।