মোটামুটি সব বাড়িতেই নিয়মিত চা হয়| চা খাওয়ার পর আমরা অবলীলায় চা পাতা ফেলে দিই| বা পুরনো কফির ক্ষেত্রেও একই জিনিস করে থাকি আমরা| কিন্তু অনেকেই জানেন না ব্যবহৃত চা পাতা বা পুরনো কফি অনেক কাজে লাগতে পারে| যেমন চোখের তলার কালো ছোপ কমাতে‚ চোখের ফোলাভাব কমাতে‚ ছোট খাটো পোড়া সারাতে| এ ছাড়াও ব্যবহৃত চা পাতা ও পুরনো কফির ৬টা ব্যবহার জেনে নিন|

১) সময়ের সঙ্গে শরীরে মরা কোষ জমা হয়| মাঝে মধ্যে এই জমে থাকা মরা কোষ শরীর থেকে সড়িয়ে না ফেললে ত্বক নির্জীব ও খসখসে দেখায়| বিভিন্ন ব্রান্ডের বডিস্ক্রাব দোকানেই পাওয়া যায়| কিন্তু তার অনেক দাম| তাই এর পিছনে অর্থ ব্যায় না করে বাড়িতেই সহজে বিনা খরচে পুরনো কফি দিয়ে বডি স্ক্রাব তৈরি করে নিন| 

এর জন্য লাগবে কয়েক চামচ কফি ও খানিকটা নারকেল তেল| দু’টো ভাল করে মিশিয়ে নিন| চান করার আগে মুখে ও শরীরের লাগিয়ে হালকা হাতে গোল করে ম্যাসাজ করুন| খানিকক্ষণ রেখে হার্বাল বডি ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন|

এ ছাড়াও কফি দিয়ে সহজেই ঠোঁটের মরা কোষ ও তুলে ফেলতে পারেন| খালি নারকেল তেলের বদলে মধু ব্যবহার করুন|

২) দীর্ঘ সময় সূর্যের আলোয় থাকলে ত্বক পুড়ে কালো হয়ে যায়| এর ফলে ত্বকে জ্বলুনি ও চুলকানি হতে পারে| এই সময় ব্যবহৃত চা পাতা আপনার কাজে আসবে| তিন কাপ জলে ব্যবহৃত চা পাতা দিয়ে ফুটিয়ে নিন| জল ১৫-২০ মিনিট ফোটানোর পর ঠান্ডা করে নিন| জলে আপনার পছন্দমত এসেনসিয়াল অয়েল ও মেশাতে পারেন| একটা পরিষ্কার রুমাল জলে ভিজিয়ে নিংড়ে নিন| ভেজা রুমাল পোড়া ত্বকে রাখুন| বেশ কয়েক বার এর পুনরাবৃত্তি করুন|

৩) চা পাতা এবং কফি দুই দিয়েই দুর্গন্ধ তাড়ানো যায়| যেমন ধরুন ফ্রিজের ভিতর দুর্গন্ধ তাড়াতে একটা ছোট বাটিতে খানিকটা কফি রেখে দিন| দুর্গন্ধ চলে যাবে‚ তেমনি পায়ের দুর্গন্ধ দূর করতে ব্যাবহৃত চা পাতা ফুটিয়ে সেই জল ঠান্ডা করে তাতে পা ভিজিয়ে রাখুন| দেখবেন নিমেশে পা থেকে দুর্গন্ধ চলে গেছে|

৪) ঘরে কাঠের আসবাবপত্র থাকলে তাতে আঁচড়ের দাগ পড়বেই| এই দাগ মুছে ফেলতে জল আর কফি গুঁড়ো দিয়ে একটা গাঢ মিশ্রণ তৈরি করুন| দাগের ওপর এই মিশ্রণ লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন| শুকিয়ে গেলে একটা নরম কাপড় দিয়ে মুছে নিন| কফির গাঢ বাদামি রঙ সহজেই আঁচড়ের দাগ ঢেকে দেবে|

৫) ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে তা ভাল করে সূর্যের আলোয় শুকিয়ে নিন| স্যাতঁসেঁতে ঘরের কোণে বা আলমাড়িতে ওই চায়ের পাতা রেখে নিন| আশেপাশের আর্দ্রতা শুষে নেবে ওই চায়ের পাতা|

৬) কফিতে অনেক ধরনের উপাদান থাকে যা গাছের বৃদ্ধির জন্য খুব ভাল| তাই পুরনো কফি ফেলে না দিয়ে তা গাছের সার হিসবে ব্যবহার করুন| ব্যবহৃত চা পাতাও গাছের জন্য খুব ভাল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *