অবশেষে বর্ষা এসে গেল | বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে‚ কিন্তু আপনার তো আর বাড়িতে বসে থাকলে চলবে না? কিন্তু বাড়ি থেকে বেড়োনোর আগে ব্যাগে যদি এই জিনিসগুলো ভরে নেন দেখবেন পরে নিজেকেই দারুণ ভাল লাগছে| তবে একটা কথা মনে রাখতে হবে তা হল যে ব্যাগ নিয়ে বাইরে যাবেন তা যেন অবশ্যই ওয়াটারপ্রুফ হয়| আসুন দেখে নিন কোন কোন জিনিস আপনাকে বর্ষাকালে ব্যাগে রাখতেই হবে |

১) ছাতা/ রেনকোট : বৃষ্টির মধ্যে সব থেকে দরকারি জিনিস এটা | এক ঘেয়ে কালো বা একরঙা ছাতা / রেনকোট না নিয়ে উজ্জ্বল রঙের ছাতা/ রেনকোট নিতে পারেন | এই ভাবে বর্ষাকালেও নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করুন |

২) ওয়াটারপ্রুফ পাউচ : সঙ্গে ওয়াটারপ্রুফ ব্যাগ থাকলেও অবশ্যই একটা ওয়াটারপ্রুফ পাউচ সঙ্গে রাখুন| এর মধ্যে দরকারি কাগজপত্র বা মোবাইল ফোন রাখতে পারেন| প্রচন্ড জোরে বৃষ্টি পড়লেও অন্তত আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে প্রয়োজনীয় জিনিসপত্র শুকনো থাকবে|

৩) হ্যান্ড স্যানিটাইজার : বর্ষাকালে বিভিন্ন রকম সংক্রমণের সম্ভবনা অন্য সময়ের থেকে অনেকটাই বৃদ্ধি পায়| তাই ব্য়াগে একটা স্যানিটাইজার রাখুন| অফিসে পৌঁছে বা খাওয়ার আগে ব্যবহার করুন|

৪) ফেস টিস্যু : বর্ষাকালে বাইরে বেরোলে অবশ্যই ব্যাগে একটা ছোট তোয়ালে বা টিস্যু পেপারের প্যাকেট রাখুন| আপনি যদি চশমা পড়েন তা হলে চশমা মোছার নরম কাপড় সঙ্গে রাখুন| বর্ষাকালে সহজেই ত্বকের ওপর ময়লা জমে| তাই টিস্যু পেপার বা তোয়ালে থাকলে কাজে দেবে|

৫) রোজকার ব্যবহারের মেক আপ : বাড়ি থেকে অফিস যেতে বৃষ্টিতে ভিজেই হোক বা অতিরিক্ত ঘামের জন্য‚ মেক আপ উঠে যায়| তাই ব্যাগে একটা কমপ্যাক্ট পাউডার‚ মুখে মাখার ক্রিম‚ লিপ বাম এবং আই লাইনার রাখুন| বর্ষাকালে ফাউন্ডেশন না ব্যবহার করাই ভাল|

৬) চুল বাঁধার ক্লিপ: লম্বা চুল বাড়ি থেকে বেরোনোর আগে ভাল করে বেঁধে নিন| ছোট চুলের ক্ষেত্রে ভাল কোনও অ্যান্টি ফিজ প্রডাক্ট লাগিয়ে নিন, যাতে চুল না উড়ে যায়| চুল বাঁধার সরঞ্জাম এবং অ্যান্টি ফ্রিজ লোশন ব্যাগে রাখুন পরে ব্যবহার করার জন্য |

৭) একটা পাতলা শাল বা স্টোল: স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মধ্যে সারা দিন এসি ঘরে বসে থাকলে শরীর অসুস্থ হওয়ার সম্ভবনা বেড়ে যায়| তাই সঙ্গে একটা পাতলা শাল থাকলে ভাল হয় |

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *